
জাতীয়
সশস্ত্র বাহিনীকে ক্ষমতা দখলের হাতিয়ার হিসেবে তৈরি করিনি: প্রধানমন্ত্রী
ঢাকা, ২১ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগ সশস্ত্র বাহিনীকে কখনো ক্ষমতা দখলের হাতিয়ার হিসেবে তৈরি করেনি। এই বাহিনীকে আধুনিক বিশ্বের সঙ্গে তাল-মিলিয়ে সুদক্ষ বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছি।
সোমবার সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে দেয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, এ কারণেই বিশ্বের কাছে আমাদের সশস্ত্র বাহিনী তাদের পেশাগত কর্মকাণ্ডের জন্য প্রশংসা কুড়িয়েছে। এই বাহিনীকে দেশের একটি গৌরবময় প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবো।