
দুদকের বড় কাজ মানুষের আস্থা অর্জন করা : চেয়ারম্যান
ঢাকা, ২১ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):
দুদক মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে মন্তব্য করেছেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
তিনি বলেছেন, দুদকের এ মুহূর্তে বড় কাজ হচ্ছে দেশের মানুষের আস্থা অর্জন করা। আমরা এ লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
সোমবার সকালে দুর্নীতি দমন কমিশনের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংস্থাটির কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
দুদক চেয়ারম্যান বলেন, আমাদের সাফল্য কিছু কিছু, তবে ব্যর্থতা আছে। আমার শিকার করতে অসুবিধা নেই যে, দুদক এখনও মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি।
তিনি বলেন, প্রতিষ্ঠার একযুগেও মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির সম্মিলন ঘটাতে পারেনি দুদক। আমরা জনগণের আস্থা অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
ইকবাল মাহমুদ বলেন, ছোট-বড় দুর্নীতিবাজ বড় কথা নয়। কারণ, ছোটরাই এক সময়ে বড় দুর্নীতিবাজ হয়ে ওঠে। তাই আমাদের কাজ হবে দুর্নীতিবাজ সকলকে আইনের আওতায় আনা।
দুর্নীতি প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করে দুদক চেয়ারম্যান বলেন, সর্বস্তরের মানুষের সহায়তা দরকার। কমিশনের একার পক্ষে দুর্নীতি দূর করা সম্ভব নয়। সর্বসাধারণকে সংস্থার প্রতি বিশ্বাস রাখতে হবে। বেশির ভাগ ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন ব্যর্থ হলেও সব সময় সচেষ্ট থাকবে বলেও জানান তিনি।
এর আগে ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সকালে কমিশনের প্রধান কার্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর জাতীয় পতাকা ও কমিশনের পতাকা উত্তোলন শেষে শান্তির প্রতীক কবুতর ও বেলুন ওড়ান দুদক চেযারম্যান।