
কুস্তিগীর’ মেয়ের বিয়ে দিলেন আমির
ঢাকা, ২১ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):
শুরুটা মূলত চলতি বছরের শুরুতে দঙ্গল ছবি বানানোর সময় থেকে। কুস্তির দ্রোণাচার্য’ মহাবীর সিং ফোগত পরিবারের সঙ্গে ওঠাবসা তখন থেকে।
গত কয়েক মাসে ফোগত পরিবারের ঘরের লোক-ই হয়ে গিয়েছেন আমির। মেয়ে বানিয়েছেন মহাবীরের মেয়ে গীতা-ববিতাকে।
এই বড় মেয়ে গীতার বিয়েতে তাই নিজ হাতে ‘মেয়ে’ ও ‘জামাই’য়ের জন্য বিয়ের তত্ত্ব (শগুন) সাজিয়ে এনেছিলেন আমির।
শুধু তাই নয়, গীতার বিয়ের লেহেঙ্গাও নিয়ে এসেছিলেন তিনি।
‘শগুন’ নিয়ে জানতে চাইলেই এক মুহূর্তে উত্তরও দিলেন, ‘আরে ভাই, শ্বশুর বলে কথা!’
গীতা ফোগত কমনওয়েলথ গেমসে সোনাজয়ী কুস্তিগীর। আর তার বর পবনও কুস্তিগীর হিসেবে আন্তর্জাতিকভাবে পরিচিত।
একে তো দেশজুড়ে অর্থ সংকট, তার মধ্যে এত জাঁক-জমকের বিয়ে। প্রশ্ন উঠলেও ফোগত পরিবার অবশ্য এ ক্ষেত্রে পাশে পেয়েছে আমিরকে।
তিনি নিজে সাহায্য করেছেন মহাবীরকে। ‘আমার সব টাকাই তো ব্যাংকে থাকে। আর সব কিছুই তো পেমেন্ট করি চেকে। তাহলে আর আমাদের সমস্যা কোথায়?’ ববিতার সঙ্গে গল্প করার ফাঁকে বলছিলেন আমির।
কথা বলতেই বলতেই এগিয়ে গেলেন গীতার দিকে। কাছে টেনে নিলেন। মুচকি হেসে বললেন, ‘জিতে রহো মেরি বেটি। কোই কুছ করেগা তো মুঝে বতানা!’