জেলার সংবাদ

ঘুষ না দিতে মাইকিং!

ঢাকা, ২১ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

কেরানীগঞ্জ ভূমি অফিসে হয়রানি ও ঘুষ বন্ধে অভিনব প্রচারণা চালানো হচ্ছে। এলাকার বিভিন্ন স্থানে মাইকিং করে ঘুষ লেনদেন না করার অনুরোধ করা হচ্ছে। হয়রানির শিকার হলে সহকারী কমিশনারের (ভূমি) কাছে নালিশ দিতেও বলা হচ্ছে।

 সোমবার আগানগর, কোন্ডা, শুভাঢ্যা ও বাস্তা ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিভিন্ন স্থানে মাইকিং করা হয়।

এতে বলা হয়, “সম্মানিত এলাকাবাসী। ভূমি সংক্রান্ত যেকোনো সেবা পেতে সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত টাকা লেনদেন না করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ভূমি মালিকগণ সরাসরি সহকারী কমিশনার অফিসে এসে নামজারী ও জমা ভাগের আবেদন করার জন্য বলা হলো। ডি.সি.আর. বা আর.আর ব্যতিত কোনো প্রকার লেনদেন না করতে অনুরোধ করা হলো।

মাইকিংয়ে আরও বলা হয়, ‘কেউ ঘুষ দাবি করলে, হয়রানির শিকার হলে বা কোন অভিযোগ থাকলে এসিল্যান্ড- এর কাছে যোগাযোগ করা জন্য বলা হচ্ছে।’

ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে এমন অভিনব প্রচারণা এলাকাবাসীর নজর কেড়েছে। স্থানীয়দের দাবি, শুধু প্রচারণায় থাকলে হবে না, সত্যিকার অর্থেই যেনো ভূমি অফিস হয়রানি ও ঘুষ মুক্ত হয়, সেজন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে কেরাণীগঞ্জ দক্ষিণ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার সরকার বলেন, ঘুষ নেয়া একটি ঘৃণিত কাজ। টাকা না দিলে ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীরা সেবা দিতে চান না। আমার এখানে এসব চলবে না। এলাকাবাসীকে অনুরোধ করবো ভূমি অফিসে সেবা নিতে এসে তারা যেনো কাউকে ঘুষ না দেন। এজন্য কেউ হয়রানি করলে সরাসরি আমাকে জানান।

Show More

আরো সংবাদ...

Back to top button