বিনোদন

আতঙ্কে থাকেন আলিয়া ভাট!

ঢাকা, ২২ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

হালের জনপ্রিয় বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। জানালেন অদ্ভুত এক আতঙ্কের কথা। কিসের সেই আতঙ্ক? বলিউড বক্সঅফিসে বেশ সাফল্য থাকলেও সব সময়েই তিনি নাকি থাকেন ব্যর্থতার আতঙ্কে!
সম্প্রতি এক সাক্ষাৎকারে ২৩ বছরের আলিয়া জানান, ব্যর্থতার আতঙ্ক থাকেন তিনি সবসময়।
তার কথায়, ‘অতীতে আমার একটি ছবি বক্স অফিসে সাফল্য পায়নি। ব্যর্থ হওয়াতে আমি খুশি। যদি এটা না ঘটত তাহলে আমি বুঝতে পারতাম না যে, ব্যর্থ হলে অনুভুতি কেমন হয়।’
আলিয়া আরও বলেন, ‘ব্যর্থতা একটি প্রক্রিয়ারই অংশ। উঠে দাঁড়ানোর জন্য নিচে পড়তে হয়। মূল কথা হলো, এর মধ্য দিয়ে আপনি শিখতে পারবেন এমন পরিস্থিতিতে আপনাকে কী করতে হবে।’
‘উড়তা পাঞ্জাব’ অভিনেত্রী বলেন, ‘এই মুহূর্তে আমি খুব ভাগ্যবান। বসে বসে ভাবতে হয় না যে, আমার পুরো জীবন বিরক্তিকর। আমি তেমন মানুষ নই, যে প্রতিদিন খালি ভাবে তার জীবন কেমন চলছে। আমি শুধু স্রোতে ভেসে চলেছি। যেসব সুযোগ পাচ্ছি তাতে আমি খুশি। পুরো ব্যাপারটাই আমি উপভোগ করছি।’
‘ইংলিশ ভিংলিশ’ ছবির মাধ্যমে অভিনয় জীবন শুরু করা আলিয়াকে আগামীতে বলিউড বাদশা শাহরুখ খানের বিপরীতে ‘ডিয়ার জিন্দেগি’-তে দেখা যাবে। এতে আরও অভিনয় করেছেন আদিত্য রয় কাপুর, আঙ্গাড় বেদি ও আলি জাফর।

আগামী ২৫ নভেম্বর ‘ডিয়ার জিন্দেগি’ মুক্তি পাবে।

Show More

আরো সংবাদ...

Back to top button