খেলাধুলা

শ্বশুরের মৃত্যু, দেশে ফিরছেন মিসবাহ

ঢাকা, ২২ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

ক্রাইস্টচার্চ টেস্টে লজ্জাজনক হার এড়াতে পারেনি পাকিস্তান। প্রথম পাকিস্তানি অধিনায়ক হিসেবে মিসবাহ-উল-হকের ৫০তম টেস্ট সুখকর হল না। টেস্টটা শেষ না হতেই আরও একটা দুঃসংবাদ শুনলেন মিসবাহ। তার শ্বশুর মারা গেছেন।

সিরিজের মাঝপথেই তাই অধিনায়ককে ফিরে যেতে হচ্ছে দেশে। খেলতে পারবেন না হ্যামিল্টনে দ্বিতীয় টেস্টে।

বেশ কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন মিসবাহর শ্বশুর। রোববার সকালে মিসবাহর স্ত্রী উজমা-উল-হক টুইট করে জানান, ‘আমার বাবা মারা গেছেন একটু আগে। আমি আর মিসবাহ দেশে ফিরে যাচ্ছি।’

এর কিছুক্ষণ পরই পাকিস্তান ক্রিকেট বোর্ডও জানায়, ২৫ নভেম্বর শুরু হতে যাওয়া হ্যামিল্টন টেস্টে মিসবাহর বদলে নেতৃত্ব দেবেন আজহার আলী।

২০১০ সালে পাকিস্তানের অধিনায়কত্ব পাওয়ার পর এ নিয়ে মাত্র দুটি টেস্ট মিস করতে যাচ্ছেন মিসবাহ।

তার অভাব পূরণ করা কঠিন হবে বলে মনে করেন ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পাওয়া আজহার, ‘তিনি পুরো বছরই দুর্দান্ত খেলেছেন। এ সময় তার না থাকাটা আমাদের জন্য বিশাল ক্ষতি। আমরা তার অভাব বোধ করব। তবে এটাই বাস্তবতা। আমাদের মানিয়ে নিতে হবে।’ ওয়েবসাইট।

Show More

আরো সংবাদ...

Back to top button