বিনোদন

চল্লিশে পা রাখছে সৈয়দ হকের ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’

ঢাকা, ২২ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

পায়ের আওয়াজ পাওয়া যায়’ কালজয়ী এ কাব্যনাট্যটি প্রদর্শনীর ৪০ বছর পূর্তি হবে আসছে ২৫ নভেম্বর। আর এ উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৯৬৬ সালের একই দিনে নাটকটির প্রথম মঞ্চায়ন হয়েছিল। বিখ্যাত এ নাটক লিখেছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। আর নির্দেশনা দিয়েছেন আবদুল্লাহ আল-মামুন।
শুক্রবার ২৫ নভেম্বর, সন্ধ্যা সাড়ে ছয়টায় মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির ১৭৪তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। থাকছে ৪০ বছর পূর্তির সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা। এরপর মঞ্চায়ন।
এখন পর্যন্ত নাটকটির ১৭৩টি প্রদর্শনী হয়েছে। একমাত্র ফেরদৌসী মজুমদারই সব প্রদর্শনীতে অভিনয় করেছেন। বিভিন্ন চরিত্রে আরও আছেন তোফ হোসেন, ত্রপা মজুমদার, মারুফ কবির, পরেশ আচার্য্য, তানজুম আরা পল্লী, সমর দেব, খুরশিদ আলম, নুরুল ইসলাম সানি, রাশেদুল আওয়াল শাওন, তানভীর হোসেন সামদানী, কল্যাণ চৌধুরী।
গেল ৪০ বছরে অসংখ্য অভিনয়শিল্পী বিভিন্ন পর্যায়ে এ নাটকে অভিনয় করেছেন। এরমধ্যে রয়েছে আবদুল্লাহ আল-মামুন, আবদুল কাদের, তারিক আনাম খান, মিতা চৌধুরী, তারানা হালিম, গোলাম রব্বানী, ঝুনা চৌধুরী, আফরোজা বানু, শিরিন বকুল,তৌকীর আহমেদসহ অনেকে।
Show More

আরো সংবাদ...

Back to top button