জেলার সংবাদ

আশুলিয়ায় লাইট কারখানায় আগুন

ঢাকা, ২২ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

ঢাকার সাভারের জিরাবোতে একটি ম্যাচ ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার বিকাল চারটা ২৪ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস সূত্রে নিশ্চিত হওয়া গেছে। তবে প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি।
ফায়ার সার্ভিস অফিস জানিয়েছে, সেখানে আগুন নিয়ন্ত্রণে আটটি ইউনিট কাজ করছে।
ঘটনাস্থল থেকে ইত্তেফাকের নিজস্ব প্রতিবেদক জানান, ভেতরে থাকা শ্রমিকরা বের হয়ে আসতে সক্ষম হয়েছেন। এর মধ্যে আহত কয়েকজনকে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Show More

আরো সংবাদ...

Back to top button