
৫ ডিসেম্বর মিয়ানমার দূতাবাস ঘেরাও করবে ইসলামী আন্দোলন
ঢাকা, ২২ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):
মিয়ানমারে রোহিঙ্গাদের নির্বিচানে গণহত্যার প্রতিবাদে আগামী ৫ ডিসেম্বর ঢাকায় মিয়ানমার দূতাবাস ঘেরাও করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ ঘোষণা দেয় সংগঠনটি।
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর হত্যার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করে ঢাকা মহানগর শাখা ইসলামী আন্দোলন।
মিয়ানমারে মুসলমান হত্যা বন্ধ ও হত্যার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করতে গিয়ে ঢাকা মহানগরের যুগ্ম মহাসচিব এ টি এম হেমায়েত উদ্দিন বলেন, ‘আগামী ৫ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টায় দেশের হাজার হাজার মুসলমান একত্রিত হয়ে ঢাকায় অবস্থিত মিয়ানমার দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা দেবে।’
মানববন্ধনে বক্তারা বলেন, ‘মিয়ানমারে মুসলমানদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। নারীদের ধর্ষণ করা হচ্ছে, শিশুদের কুপিয়ে-পুড়িয়ে মারা হচ্ছে। এ ধরনের নৃশংসতা মেনে নেয়া যায় না।’
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সাং সুচির নোবেল পুরস্কার প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তারা বলেন, ‘অং সাং সুচিকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়েছে। এই নোবেল পুরস্কার প্রত্যাহার করা হোক। তিনি এই পুরস্কার ধারণ করার অধিকার হারিয়ে ফেলেছেন।’
মানববন্ধনে ইসলামী আন্দোলনের সভাপতি আশরাফ আলী আকনসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে আরো অংশ নেয় ইসলামী শ্রমিক আন্দোলন, হকার্স শ্রমিক আন্দোলন, দোকান শ্রমিক আন্দোলনের নেতাকর্মীরা।