খেলাধুলা

কোহলির সেরা টেস্ট র‌্যাংকিং

ঢাকা, ২২ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট ব্যাটসম্যান র‌্যাকিংয়ে নিজের ক্যারিয়ার সেরা চতুর্থ স্থানে উঠে এলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত বিশাখাপত্তম টেস্টে ১৬৭ ও ৮১ রানের দু’টি ইনিংস খেলে দলের জয়ে প্রধান ভূমিকা রাখার পাশাপাশি র‌্যাংকিং-১০ ধাপ এগিয়েছেন তিনি। ফলে র‌্যাংকিং তালিকায় চতুর্থস্থানে জায়গা করে নেন কোহলি।এছাড়া, ওয়ানডেতে দ্বিতীয় ও টি-টুয়েন্টিতে শীর্ষে আছেন কোহলি।
টেস্ট র‌্যাংকিং-এর শীর্ষ দশ ব্যাটসম্যান:
র‌্যাংকিং-খেলোয়াড়-রেটিং
১ স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া)-৮৯৭
২ জো রুট (ইংল্যান্ড)-৮৪৪
৩ কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)-৮৩৮
৪ বিরাট কোহলি (ভারত)-৮২২
৫ হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা)-৮০৯
৬ ইউনিস খান (পাকিস্তান)-৭৯০
৭ এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)-৭৮৬
৮ ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)-৭৮৪
৯ চেতেশ্বর পূজারা (ভারত)-৭৬৮
১০ অ্যালিস্টার কুক (ইংল্যান্ড)-৭৬০
Show More

আরো সংবাদ...

Back to top button