
যে নারীর সঙ্গে শুয়েছেন পিট তিনি জোলির মতোই ‘বড় মাপের’
ঢাকা, ২২ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):
ব্র্যাঞ্জেলিনা জুটির বিচ্ছেদের ধকল হয়তো কাটিয়ে উঠেছেন ‘ট্রয়’ তারকা ব্র্যাড পিট। এক প্রতিবেদনে বলা হয়, সুপার স্টার অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বিচ্ছেদের পর ব্র্যাড অন্য এক তারকার সঙ্গে রাত কাটাচ্ছেন। আর সেই তারকা অ্যাঞ্জেলিনার মতোই বিশাল কেউ।
এ খবর এসেছে ক্রিস হেরজগের কাছ থেকে। ক্রিস ব্র্যাড এবং অ্যাঞ্জেলিনার বডিগার্ডের কাজ করতেন। এমনকি তিনি জোলির বাবা জন ভয়েটের বডিগার্ড হিসাবেও দায়িত্বরত ছিলেন। জানান, ব্র্যাড ইতিমধ্যে জোলিকে ছেড়ে চলে গেছেন এবং অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।
সেলিব্রিটি জুটিদের মধ্যে ব্যাপক জনপ্রিয় ছিলেন এই দুই মহা তারকা। তাদের বিচ্ছেদের খবরে ভেঙে যায় অসংখ্য ভক্তের হৃদয়। তাদের ছয় সন্তান নিয়ে দুজনের মাঝে ঝামেলার শুরু হয়। এরা দত্তক নেওয়া শিশু। ব্র্যাডের অভিযোগ, জোলি সন্তানদের বাবা-বিরোধী করে তুলছে। দুজনের ছাড়াছাড়ি হওয়ার পরও সন্তানরা একবারও বাবাকে ফোন দেননি। এ কাজ জোলিই করেছেন বলে দাবি পিটের। বাচ্চাদের দুই বার দেখতেও গিয়েছিলেন পিট। কিন্তু এই দেখতে যাওয়া মোটেও সুখকর হয়নি।
ক্রিস আরো জানান, ব্র্যাড এসব ঘটনা নিয়ে দারুণ ক্ষোভে আছেন। পিট জানান, বাচ্চারা আমার সঙ্গে কথা বলে না। জোলি ওদেরকে কথা বলতে দেয় না। তা ছাড়া ওদের কাছে আমার বিরুদ্ধে নানা কথা বলে। লস অ্যাঞ্জেলসের ফ্যামিলি সার্ভিসে তারা দুই বার মিলিত হয়েছেন। কিন্তু কোনবারই বাচ্চারা তার সঙ্গে কথা বলেননি। দ্বিতীয় বার দারুণ রেগে যান পিট। এবার হয়তো নিউক্লিয়ার যুদ্ধ লেগে যাবে বলে আশঙ্কা করছেন ক্রিস।
ব্র্যাড চাইছেন না বাচ্চাদের নিয়ে কোনো নোংরা খেলা শুরু করুক জোলি। আসলে জোলিও তা চান না।
এ বছরের সেপ্টেম্বরের ১৫ তারিখে ব্র্যাঞ্জেলিনা জুটি বিচ্ছেদের আবেদন করে। ২০১৪ সালের ২৩ আগস্ট তারা গাঁটছড়া বেঁধেছিলেন। টানা নয় বছরের সম্পর্ককে পরিণতি দেন। পিটের মোবাইলে অন্য নারীদের সঙ্গে ছবি দেখার কথা জানান জোলি। এসব ঝামেলা নিয়েই ছাড়াছাড়ি ঘটে তাদের। সূত্র : ইন্ডিয়া টুডে