
রাজনীতি
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে সর্বশেষ টেস্ট কেস হিসেবে অংশ নিচ্ছি: মোশাররফ
ঢাকা, ২৩ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নারায়ণগঞ্জ নির্বাচন আমরা সর্বশেষ টেস্ট কেস হিসেবে অংশ নিচ্ছি। আমরা দেখতে চাই, সরকারের চরিত্র ও মন-মানসিকতার পরিবর্তন হয়েছে কিনা। আর তা না হলে বুঝবো, তাদের কাছে গণতন্ত্র আর নিরাপদ নয়। পরবর্তীতে আমরা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবো।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে অল কমিউনিটি ফোরাম আয়োজিত ‘রামপাল বিদ্যুেকন্দ্র নির্মাণ, চ্যালেঞ্জের মুখে সুন্দরবন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ দাবি করেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেয়া বিএনপির কৌশল উল্লেখ করে মোশাররফ বলেন, বিএনপি উদারপন্থী গণতান্ত্রিক দল। আমরা আগেও ভোটারবিহীন এই সরকারের অধীনে নির্বাচনে অংশ নিয়েছি। সবাই দেখেছে নির্বাচন নিয়ে কতটা প্রহসন হয়েছে। রকিবমার্কা নির্বাচন কতটা প্রহসনময় তা দেখাতেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়েছি।