রাজনীতি

রোহিঙ্গা নির্যাতন বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ দাবি করলেন মহিউদ্দিন

ঢাকা, ২৩ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন বন্ধে জাতিসংঘ ও বিশ্বের শক্তিশালী দেশগুলোকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
পাশাপাশি বাংলাদেশে থাকা রোহিঙ্গা শরনার্থীদের সেদেশে ফিরিয়ে নিতে জাতিসংঘ মহাসচিবের কার্যকর পদক্ষেপ দাবি করেন।
বিবৃতিতে মহিউদ্দিন চৌধুরী বলেন, দেশীয় ও আন্তর্জাতিক মিডিয়ায় রোহিঙ্গা নিপীড়নের যেসব তথ্য প্রচার হচ্ছে তা উদ্বেগজনক ও নিন্দনীয়। এ ব্যাপারে সর্বাগ্রে জাতিসংঘকে কার্যকর পদক্ষেপ নিয়ে এগিয়ে আসতে হবে।
“জাতিসংঘ ও বিশ্বের শক্তিশালী দেশগুলোকে মিয়ানমার সরকারের ওপর কার্যকর চাপ সৃষ্টি করে রোহিঙ্গা নিধন বন্ধ করতে হবে।”
বিবৃতিতে মহিউদ্দিন বলেন, মিয়ানমারের সামরিক শাসনের সময় দীর্ঘদিন রোহিঙ্গাদের ওপর নির্যাতন চলেছে। বর্তমানে সেখানে গণতান্ত্রিক সরকার।
“অথচ একই কায়দায় রোহিঙ্গাদের ওপর বর্বরতা চলছে, যা সভ্য সমাজে অগ্রহণযোগ্য। রোহিঙ্গাদের এখনও দেশান্তরী হতে বাধ্য করা হচ্ছে।”
ইউএনএইচসিআর এর প্রকাশিত তথ্য উল্লেখ করে বিবৃতিতে মহিউদ্দিন বলেন, বৌদ্ধ ধর্শাবলম্বী জাতির দেশ মিয়ানমারে গণহত্যা কখনও কাম্য হতে পারে না। কেননা, মহামতি বুদ্ধের অমর বাণী- প্রাণি হত্যা মহাপাপ।
“ধর্মীয় দিক ছাড়াও মানবতার বিষয়টি প্রাধান্য দেওয়া উচিত। রাখাইন প্রদেশে মানবতা ভূলুণ্ঠিত।”
মহিউদ্দিন বলেন, দুঃখজনক হলেও সত্য বিশ্ব বিবেক এখনও রহস্যজনকভাবে থমকে রয়েছে। ইতোমধ্যে কিছু রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে কক্সবাজার অঞ্চলে চলে আসার খবর গণমাধ্যমে প্রচার পেয়েছে। এ ঘটনা উদ্বেগজনক।
“বাংলাদেশে বহু রোহিঙ্গা বসবাসরত। মিয়ানমার সরকার দফায় দফায় কথা দিয়েও এদেশে যারা শরণার্থী হিসেবে আছে তাদের ফিরিয়ে নিচ্ছে না। যা সকল আন্তর্জাতিক আইন ও রীতিনীতির পরিপন্থি।”
মহিউদ্দিন বলেন, এ বিষয় অবিলম্বে বিশ্বের শক্তিশালী দেশ এবং জাতিসংঘ মহাসচিবের কার্যকর উদ্যোগ কামনা করছি।

Show More

আরো সংবাদ...

Back to top button