
এবার আইটেম গানে মিমো
ঢাকা, ২৩ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):
কিছুদিন আগে ‘সোনাবন্ধু’ ছবির মাধ্যমে প্রথমবারের মতো ঢাকাই ছবির আইটেম কন্যাদের তালিকায় নাম লিখিয়েছেন সুপার হিরোইনখ্যাত লামিয়া মিমো। এবার দ্বিতীয়বারের মতো আরেকটি ছবির আইটেমকন্যা হিসেবে পর্দায় উপস্থিত হতে যাচ্ছেন তিনি।
ছবিটির নাম ‘ঢাকা অ্যাটাক। দীপংকর দীপন পরিচালিত ছবিটির আইটেম গানটিতে মিমোর সঙ্গে দেখা যাবে নবাগত নায়ক জনকে। সম্প্রতি এফডিসির কড়ইতলায় আইটেম গানটির শুটিং ধারণ করা হয়েছে।
তানজিলের কোরিওগ্রাফিতে ‘টিকাটুলির মোড়ে’ গানের সঙ্গে নাচতে দেখা যাবে মিমোসহ একঝাঁক তরুণ-তরুণীকে।
প্রথমবার কোনো চলচ্চিত্রের আইটেম গানে পারফর্ম করার প্রসঙ্গে মিমো বলেন, ‘বর্তমানে আইটেম গান ছবির অন্যতম প্রধান আকর্ষণ। এই ছবির আইটেম গানটি গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখেই রাখা হয়েছে। বেশ আয়োজন করেই শুটিং করা হয়েছে গানটির। এতে পারফর্ম করে আমারও দারুণ লেগেছে। আশা করি দর্শকরাও ইনজয় করবেন।’
উল্লেখ্য, সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখে মিমো। এরপর ‘এক জবান’, ‘কিং খান’, ছবিতে অভনয় করেছেন তিনি। এছাড়াও তার অভিনীত ‘শতরূপে শতবার’, ও ‘মুখোশ মানুষ’ ছবি দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
কিছুদিন ‘সোনাবন্ধু’ ছবির একটি আইটেম গানেও নাচতে দেখা গেছে তাকে। তাই বিপাশা কবিরের পর লামিয়া মিমোকে বর্তমানে চলচ্চিত্রের নতুন আইটেমকন্যা হিসেবেই বিবেচনায় আনা হচ্ছে।