জেলার সংবাদ

পদ্মা সেতুর জন্য দেশের উচ্চ ক্ষমতার ক্রেন মাওয়ায়

ঢাকা, ২৩ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

মাওয়ায় পৌঁছেছে পদ্মা সেতুর জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন ভাসমান ক্রেন টিনায়ইহাও।
বুধবার দুপুর ১২টার দিকে ক্রেনটি পদ্মা সেতুর কনস্ট্রাকশন এলাকায়এসে পৌছে। ৩৬০০ টন ক্ষমতা সম্পন্ন  ক্রেনটি এখন দেশের সবচেয়ে উচ্চ ক্ষমতার ভাসমান ক্রেন। এর পূর্বে বাংলাদেশে ভাসমান ক্রেন হিসেবে কোরিয়া থেকে আমদানিকৃত বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ও নির্ভীকের ধারণ ক্ষমতা ছিল ১ হাজার ৪০০ টন।
শুক্রবার রাতে ক্রেনটি কুতুবদিয়া চ্যানেলে এসে পৌঁছে। কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে এটি মাওয়ার পথে রওনা দেয়। মঙ্গলবার ক্রেনটি শরিয়তপুরের সুরেশ্বর এলাকায় অবস্থান করছিল। রাতে নদী পথে ঘন কুয়াশার কারণে জাহাজ চলতে না পারায় এটি সুরেশ্বরেই নোঙরে ছিল। বুধবার সকালে এটি রওনা হয়ে দুপুর ১২টার নাগাদ মাওয়ায় এসে পৌছে। এত বড় ভাসমান ক্রেনটি মাওয়ায় নেয়ার মতো নৌযান পাওয়া যাচ্ছিল না। তাই চট্টগ্রাম পোর্টের একটি বিশেষ টাগ বোট দিয়ে টেনে এটি মাওয়ায় নিয়ে আসা হয়েছে।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, এই ক্রেন পদ্মা সেতুর সুপার স্ট্রাকচার তুলে দুই পিলারের উপর বসিয়ে দিবে। ৩ হাজার ৬০০ টন ক্ষমতার এই ক্রেন পদ্মা সেতুতে ব্যবহৃত সবচেয়ে বেশি ক্ষমতা সম্পন্ন ক্রেন।
গত ১২ অক্টোবর চীনের জোহাও থেকে মাদার ভেসেলে করে ভাসমান এই ক্রেন রওনা হয় বাংলাদেশের উদ্দেশে। পদ্মা সেতুর প্রতিটি স্প্যান (১৫০ মিটার দীর্ঘ সুপার স্ট্রাকচার) সরাসরি পিলারে বসাতে হবে। একেকটি স্প্যানের ওজন প্রায় ২ হাজার ৯০০ টন। আর চীন থেকে আসা ভাসমান ক্রেনের ধারণ ক্ষমতা ৩ হাজার ৬০০ টন।
Show More

আরো সংবাদ...

Back to top button