জেলার সংবাদ

স্বামীর যৌতুক দাবি, অভিমানে নববধূর আত্মহত্যা

ঢাকা, ২৩ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

সিরাজগঞ্জের রায়গঞ্জে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে যৌতুক দেয়া নিয়ে কথা কাটা-কাটির একপর্যায়ে স্বামীর ওপর অভিমান করে আম্বিয়া খাতুন (২১) নামে এক নববধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার ধানগড়া ইউনিয়নের চর তেলিজানা গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, চর তেলিজানা গ্রামের আমিনুল ইসলামের কন্যা আম্বিয়া খাতুনের ৩ মাস পূর্বে বিয়ে হয় একই উপজেলা সোনাখাড়া ইউনিয়নের চক সাগর গ্রামের আব্দুস সোবাহানের। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে যৌতুক নিয়ে ঝগড়া বিবাদ চলে আসছিল।

গত সোমবার ওই নববধূ স্বামীর বাড়ি থেকে চর তেলিজানা গ্রামে বাবার বাড়িতে বেড়াতে আসে।

মঙ্গলবার সন্ধ্যার দিকে যৌতুক নিয়ে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা কাটা-কাটি হয়। এক পর্যায় আম্বিয়া সকলের অজান্তে পিতার শয়ন কক্ষে তীরের সাথে শাড়ি পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

স্বজনরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে রায়গঞ্জ থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Show More

আরো সংবাদ...

Back to top button