খেলাধুলা

১০ বছর পরে জাতীয় দাবায় চ্যাম্পিয়ন রাজীব

ঢাকা, ২৩ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

এক দশক পরে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেলেন গ্র্যান্ডমাস্টার রাজীব।  মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে শেষ রাউন্ডে নিয়াজ মোর্শেদকে হারিয়ে জাতীয় দাবার অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন এই গ্র্যান্ডমাস্টার।
সঙ্গে শেষ হলো ১০ বছরের অপেক্ষা। এর আগে ২০০৬ সালে শেষ বার জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি।
মঙ্গলবার ত্রয়োদশ রাউন্ডের গ্র্যান্ডমাস্টার নিয়াজকে হারিয়ে ১১ পয়েন্ট নিয়ে অপরাজিত থাকলেন রাজীব। ১৩ রাউন্ডে রাজীবের জয় নয়টি; চারটি ড্র।
অন্যদিকে ফিদে মাস্টার রেজাউল হকের সঙ্গে শেষ রাউন্ডে ড্র করে সাড়ে ১০ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছেন রাকিব।
Show More

আরো সংবাদ...

Back to top button