বিনোদন

২৮ নভেম্বর শুরু ক্ষুদে গানরাজ প্রতিযোগীতা

ঢাকা, ২৩ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

আগামী ২৮  নভেম্বর ২০১৬ ইং থেকে শুরু হচ্ছে ডিয়ন চকলেট-চ্যানেল আই ক্ষুদে গানরাজ-২০১৬, সিজন ছয়। অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি সোমবার ও মঙ্গলবার রাত ৭টা ৫০ মিনিটে চ্যানেল আই’তে।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা ও ব্যান্ড তারকা এস. আই. টুটুল এবং প্রতিযোগিতাটি উপস্থাপনা করবেন মীম চৌধুরী। অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনা করছেন ইজাজ খান স্বপন।
বরিশাল বিভাগের প্রাথমিক অডিশন ২৫ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে। বরিশাল বিভাগ থেকে যে সকল ক্ষুদেশিল্পীরা রেজিস্ট্রেশন করেছে তাদের প্রাথমিক অডিশনের প্রস্তুতি নিয়ে সকাল ৯ টায় আছমত আলী খান (এ. কে.) ইনিষ্টিটিউশন, হেমায়েত উদ্দিন সড়ক, বরিশাল প্রাঙ্গণে উপস্থিত থাকতে বলা হয়েছে।
যারা রেজিষ্ট্রেশন করতে পারেনি তারাও অডিশনের দিন রেজিষ্ট্রেশন করে অডিশনে অংশগ্রহন করতে পারবে। তবে প্রতিযোগীদের বয়সসীমা ১২ বছর এর মধ্যে হতে হবে।
Show More

আরো সংবাদ...

Back to top button