বিনোদন

সালমানের ছবিতে ক্যাটরিনা ভিলেন

ঢাকা, ২৩ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

টাইগার জিন্দা হ্যায় ছবি দিয়ে বলিউডে ফিরছে সলমান-ক্যাটরিনা জুটি। শোনা যাচ্ছে ছবিতে নাকি ক্যাটরিনাকে নেগেটিভ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

ছবিটি পরিচালনা করছেন আলি আব্বাস জাফর। তিনি জানিয়েছেন, তিনি এখন লিখছেন। যা মনে আসছে, লিখেই চলেছেন। ছবিটি তিনি হাতে নিয়েছেন একটিই কারণে। সালমান ও ক্যাটরিনাকে একসঙ্গে পরিচালনা করা সহজ কথা নয়। সেটাই করতে চান তিনি। এখনকার রাজনৈতিক পরিস্থিতিকে পর্দায় তুলে আনতে চান তিনি। চরিত্রগুলো আগের গল্পেরই থাকছে। কিন্তু গল্পটি একেবারে নতুন।
এক থা টাইগার ছবিটি পরিচালনা করেছিলেন কবীর খান। সেখানে দেখানো হয়েছিল সালমান খান RAW এজেন্ট। মিশনে গিয়ে তিনি এক আইএসআই এজেন্টের প্রেমে পড়েন। সেই চরিত্রে অভিনয় করেছিলেন ক্যাটরিনা কাইফ।

এবারও তাই হবে। ছবিতে আইএসআই ও RAW এজেন্ট হিসেবে দেখা যাবে তাঁদের দু’জনকে। পোস্টারের ট্যাগলাইনে লেখা আছে, একজন ভারতীয় এজেন্ট। একজন পাকিস্তানি গুপ্তচর। কিন্তু, তাদের শত্রু একই।

সম্ভবত সামনের বছর ক্রিসমাসে মুক্তি পাবে ছবিটি। তবে সালমান-ক্যাটরিনার অনস্ক্রিন কেমিস্ট্রি দেখার জন্য এখনও প্রায় এক বছরের বেশি অপেক্ষা করতে হবে দর্শকদের।

এখন আপাতত কবীর খান পরিচালিত আপকামিং ছবি টিউবলাইটের শুটিংয়ের জন্য ব্যস্ত আছেন সলমান। ছবিতে একজন চীনা অভিনেত্রী ঝু ঝুর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি।

Show More

আরো সংবাদ...

Back to top button