জাতীয়

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ এখন বিশ্ব মডেল

ঢাকা, ২৪ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

দুর্যোগ মোকাবিলা ও সক্ষমতা অর্জনে বাংলাদেশ এখন বিশ্ব মডেল। ২০১৬ সালের বিশ্ব দুর্যোগ প্রতিবেদন অনুয়ায়ী এ তথ্য জানা গেছে।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি (আইএফআরসি) প্রকাশিত চলতি বছরের প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও আইএফআরসির উদ্যোগে ২৩ নভেম্বর বুধবার রাজধানীর একটি হোটেলে এ প্রতিবেদন প্রকাশ করে ১৯০টি দেশের প্রতিনিধিত্বকারী এই সংস্থাটি। এতে প্রধান অতিথি হিসেবে প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

প্রতিবেদনে বাংলাদেশের প্রশংসা করে বলা হয়, ‘১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে লাখ লাখ লোক মারা গেছেন। বিগত বছরগুলোয় বেশ কয়েকটি ঘূর্ণিঝড় হলেও ৩, ৪ বা ৫ জন মারা গেছেন।’

রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান সংসদ সদস্য হাবিবে মিল্লাত বলেন,  ফোরকাস্ট বেজড ফাইন্যান্স অর্থাৎ ‘কী দুর্যোগ ঘটবে, তার আগে অর্থ’ দেয়ার জন্য দুটি দেশকে মনোনীত করা হয়েছে। এর একটি হলো বাংলাদেশ। যুক্তরাজ্যভিত্তিক একটি সংগঠন এ অর্থ দেবে।

উল্লেখ্য, আইএফআরসি ১৯৯৩ সাল থেকে প্রতি বছর এ প্রতিবেদন প্রকাশ করে আসছে।

Show More

আরো সংবাদ...

Back to top button