
অবশেষে সাঁওতালদের ধান কাটা হচ্ছে
ঢাকা, ২৪ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):
অবশেষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের জমির ধান কাটার কাজ শুরু হয়েছে।
চিনিকল কর্তৃপক্ষের উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ধান কাটা শুরু হয়।
তবে এসময় কোনো সাঁওতালকে দেখা যায়নি।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আওয়াল জানান, ধান ঝরে পড়ার আশংকা দেখা দিয়েছে। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আমরা ধান কাটা শুরু করেছি। এ ধান তালিকা অনুযায়ী সাঁওতালদের হস্তান্তর করা হবে।
এসময় সাঁওতালদের সম্মতিতেই এ ধান কাটা হচ্ছে বলে দাবি করেছেন তিনি।
ধান কাটার সময় ঘটনাস্থলে ছিলেন- জেলা প্রশাসক আবদুস সামাদ, খাদ্য ও চিনি শিল্প সংস্থার ডিজিএম জাহিদ আলী আনসারী, গোবিন্দগঞ্জের ইউএনও আবদুল হান্নানসহ আরও অনেকে।
গত ৬ নভেম্বর গোবিন্দগঞ্জ উপজেলায় রংপুর চিনিকলের জমিতে আখ কাটাতে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এতে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।
আহত ব্যক্তিদের মধ্যে তিরবিদ্ধ হয়েছেন নয়জন। গুলিবিদ্ধ হন চারজন। এই সংঘর্ষের ঘটনায় তিনজন সাঁওতাল নিহত হন। ঘটনার ১১ দিন পর সাঁওতালদের মামলা নেয় পুলিশ।
সাঁওতালদের পক্ষে উপজেলার সাপমারা ইউনিয়নের রামপুরা গ্রামের স্বপন মুরমু বাদী হয়ে প্রায় ৬শ’ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।