জেলার সংবাদ

কবিরাজির নামে দুই ছাত্রীকে ধর্ষণ, ভিডিও ইন্টারনেটে

ঢাকা, ২৪ নভেম্বর, (ডেইলিটাইমস ২৪):

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় কথিত প্রেমিককে পাইয়ে দেয়ার প্রলোভনে ২ স্কুলছাত্রীকে ধর্ষণ করেছে আকিল আহম্মেদ (৪৮) নামে এক ভণ্ড কবিরাজ।

এরপর ধর্ষণের ভিডিও ধারণ করে পরে তা প্রকাশ করার ভয় দেখিয়ে এক বছর যাবৎ অসংখ্যবার তাদেরকে ধর্ষণ করেছে সে।

এ ঘটনা প্রকাশ হয়ে পড়লে বুধবার বিক্ষুব্ধ গ্রামবাসী আকিল আহম্মেদের বাড়ি-ঘর ভাংচুর করেছে। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।

আকিল আহম্মেদ উপজেলার চান্দাই গ্রামের আব্দুল বারী সরদার ঝুলনের ছেলে।

ভূক্তভোগীরা জানায়, প্রায় এক বছর আগে নবম শ্রেণির এক ছাত্রীকে কবিরাজির মাধ্যমে তার সাবেক প্রেমিকের সঙ্গে মিলিয়ে দেয়ার কথা বলে আকিল আহম্মেদ। পরে তার কথামতো রাত ১১টার দিকে মেয়েটি তার বাড়িতে আসলে কবিরাজির ভান করে এক পর্যায়ে তাকে ধর্ষণ করে।

এ সময় স্থানীয় ডিস লাইন ব্যবসায়ী রঞ্জুসহ কয়েক সহযোগীর সহায়তায় ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে রাখে। পরে এ ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে গত এক বছর যাবৎ নিয়মিত মেয়েটিকে ধর্ষণ করে আসছিল আকিল আহম্মেদ।

কিছুদিন আগে অপর একটি মেয়ে (১৩) বিষয়টি দেখে ফেলে। পরের দিন কৌশলে মেয়েটিকে তার বাড়িতে ডেকে নিয়ে তাকেও ধর্ষণ করে ভিডিও করে রাখে আকিল আহম্মেদ।

সম্প্রতি মেয়ে দুটি তার আহ্বানে সাড়া না দিলে ক্ষিপ্ত হয়ে সে ধর্ষণের ভিডিও ফুটেজ ইন্টারনেটে ছড়িয়ে দেয়।

এ ঘটনায় লোকলজ্জার ভয়ে মেয়ে দুটির স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। এমনকি তাদের পরিবারের সদস্যরাও বাড়ি থেকে বের হতে পারছেন না।

চান্দাই ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান জানান, বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত আমার কাছে কেউ কোনো অভিযোগ করেনি।

বড়াইগ্রাম থানার ওসি শাহরিয়ার খান জানান, বিষয়টি মৌখিকভাবে শুনলেও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Show More

আরো সংবাদ...

Back to top button