রাজনীতি

বিএনপিতে দুই কূল রক্ষার রাজনীতিবিদ রয়েছে: গয়েশ্বর

ঢাকা, ২৪ নভেম্বর, (ডেইলিটাইমস ২৪):

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দলে এমন কিছু রাজনীতিবিদ আছেন যারা সরকারের সঙ্গে যোগাযোগ করে আবার বিএনপিকেও খুশি রাখে। সেইসব রাজনীতিবিদদের উভয় দলের সঙ্গে সম্পর্ক। এসব শুনি তবে কোনো তথ্য প্রমাণ নাই। সুবিধা নিতে গিয়ে তারা দুই কূলই রক্ষা করছে।
বেগম খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, যারা সরকারের এজেন্ট হিসেবে কাজ করে দলে তাদের কদর যদি বেড়ে যায় তাহলে প্রকৃত নেতাকর্মীদের দুর্দিনে কাছে পাওয়া মুশকিল হয়ে যাবে।
বুধবার জাতীয় প্রেসক্লাবের হলরুমে জাতীয়বাদী কৃষক দলের উদ্যোগে তারেক রহমানের ৫২তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য দেন তিনি।
গয়েশ্বর বলেন, সব রাজনৈতিক দলের মধ্যে এক ধরনের চাটুকার আছে যারা ভুল বুঝে অপপ্রচার চালান। ঘরে কথা বললে চাটুকার মহাশয়রা অসন্তুষ্ট হন। সুবিধাবাদী এত তত্পর যে তারা দেশে-বিদেশে অবারিত সুবিধা নেন। তিনি বলেন, আন্দোলন কেমনে হবে, সবাই ঘোরে পদের তদবিরে। ঐক্যবদ্ধ হতে পারলে শত্রুশিবিরে ধাক্কা দিতে পারব।
তিনি বলেন, বর্তমান সরকারের ক্ষমতা নবায়ন (রিনিউ) করার জন্য হঠাত্ আরেকটি নির্বাচন হতে পারে।
আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামাদ দুদু বলেন, আইন আদালতের রায় দেখেই বুঝা যায় সরকার তারেকের আতঙ্কে আছে।
আলোচনা সভায় আরো বক্তব্য দেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতউল্লাহ প্রমুখ।
Show More

আরো সংবাদ...

Back to top button