আন্তর্জাতিক

মিশরে মাটির নিচে নতুন শহর আবিষ্কার

ঢাকা, ২৪ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

মিশরে নীল নদের নিকটে মাটির নিচে সাত হাজার বছর পুরাতন নতুন এক শহর আবিষ্কার করেছে প্রত্নতত্ত্ববিদরা। স্পেনের এই প্রত্নতত্ত্ববিদদের দল জানায়, তারা মাটির নিচে একটি নতুন শহরের খোঁজ পেয়েছেন। বিবিসি জানায়, নতুন এই শহরের খোঁজের কারণে দেশটির পর্যটন শিল্প আবারো চাঙ্গা হতে পারে।
স্প্যানিশ পর্যবেক্ষক দলটি তাদের নতুন আবিষ্কার সম্পর্কে জানায়, আমরা একটি নতুন শহর  খুঁজে পেয়েছে। এটি এর আগে আবিষ্কার হওয়া মূল শহরগুলোর মতই। ধারণা করা হচ্ছে এগুলো উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের আবাসস্থল ছিল। এই শহরেও রয়েছে বড় একটি সমাধি। সেখান থেকে বেশ কিছু মমি উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও শহরটিতে ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র সংগ্রহ করে তার নমুনায়ন করা হচ্ছে।
বিবিসি’র মধ্যপ্রাচ্যে থাকা বিশেষজ্ঞ অ্যালেন জনস্টন বলেন, এই আবিষ্কারের মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য হল সমাধিক্ষেত্রটি। সেখানে ১৫টি লাশ পাওয়া গেছে।
এই আবিষ্কার শুধু মিশরের জন্য সুখবর নয়, বরং বিশ্বের প্রত্নতত্ত্বের জন্য দারুণ এক খবর বলে জানিয়েছে মিশরে থাকা বিবিসি’র প্রতিনিধি। তিন আরো জানান, মিশর দীর্ঘদিন যাবত রাজনৈতিক অস্থিরতার কারণে পর্যটক সংকটে ভুগছিল। এই আবিষ্কারে তাদের সেই সংকট মোকাবেলায় সহায়তা করবে। বিবিসি।
Show More

আরো সংবাদ...

Back to top button