জাতীয়

বিশেষ ক্ষেত্রে কম বয়সের মেয়েদেরও বিয়ের সুযোগ

ঢাকা, ২৪ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

বিয়ের ক্ষেত্রে মেয়েদের বয়স ১৮ বছর ও ছেলেদের ২১ বছরের বিধান রেখে ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৬’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়।

পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ অনুমোদনের কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, কোন বিশেষ প্রেক্ষাপটে অপ্রাপ্ত বয়স্ক কোনও নারীর সর্বোত্তম স্বার্থে আদালতের নির্দেশে মাতাপিতার সম্মতিতে বিধি মাধ্যমে নির্দেশিত প্রক্রিয়ায় বিয়ে দেয়া যাবে বলেও খসড়া আইনে উল্লেখ করা হয়েছে।

Show More

আরো সংবাদ...

Back to top button