জেলার সংবাদ

ছাত্রলীগ নেতা দিয়াজের মৃত্যুর ঘটনায় আদালতে মামলা

ঢাকা, ২৪ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর মৃত্যুর ঘটনায় আদালতে ১০ জনের নামে হত্যা মামলা করেছে তার পরিবার। এছাড়া অজ্ঞাত আরো ৮-১০ জনকে আসামি করা হয়।
চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে বৃহস্পতিবার দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
মামলার বিষয়ে দিয়াজের বড় বোন জোবাইয়া সরোয়ার নিপা বলেন, ‘আদালত মামলা গ্রহণ করে হাটহাজারী থানার ওসিকে এজাহার হিসেবে রেকর্ডের নির্দেশ দিয়েছেন। এছাড়া মামলা তদন্ত করার জন্য সিআইডিকে বলা হয়েছে এবং ৩০ দিনের মধ্যে এ তদন্ত রির্পোট জমা দিতে বলা হয়েছে।’
মামলার আসামিরা হলেন চবি ছাত্রলীগের সাবেক সাধারণ সস্পাদক জামশেদুল আলম চৌধুরী, সহকারী প্রক্টর আনোয়ার হোসেন, ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু, প্রচার সম্পাদক রাশেদুল আলম জিসান, ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আবু তোরাব পরশ, সিনিয়র সহ সভাপতি মনছুর আলম, সহসভাপতি আবদুল মালেক, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সদস্য আরিফুল হক অপু ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরমান এবং অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করা হয়।
উল্লেখ্য, রোববার রাত সাড়ে ৯টার দিকে নিজ বাসায় ফ্যানের সঙ্গে ঝোলানো অবস্থায় দিয়াজের মরদেহ উদ্ধার করা হয়।
Show More

আরো সংবাদ...

Back to top button