
ভারতে নোটকাণ্ডে গভর্নর ‘নিখোঁজ’
ঢাকা, ২৪ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):
নোট বাতিল কাণ্ডে ভারতে হুলুস্থুল পড়ে গেলেও মুখে কুলুপ এটে আছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর উরজিৎ পাটেল। আর তার এই নিশ্চুপ থাকাকে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ‘গভর্নর নিখোঁজ’ নামে খবর দিয়েছে।
গত ৮ নভেম্বর মোদি সরকার হঠাৎ করে ৫০০ ও ১ হাজার রুপির নোট বাতিলের ঘোষণা দেয়। এতে করে মানুষের হাতে থাকা ৮৬ ভাগ অর্থই বাতিল হয়ে যায়।
নোট বাতিলের আগে শুধু একবারই গভর্নর উরজিৎ পাটেলকে এ বিষয়ে বক্তব্য দিতে দেখা যায়। তখন তিনি বলেছিলেন, ব্যাংকগুলোতে পর্যাপ্ত নতুন নোট সরবরাহ করা হচ্ছে। কিন্তু আদৌতে দেখা গেছে ভিন্ন চিত্র।
এ নিয়ে চরম ভোগান্তিতে পড়েন দেশটির কোটি কোটি মানুষ। এমন পরিস্থিতিতে দেশটির সুপ্রিমকোর্ট দাঙ্গার আশংকা পর্যন্ত করেছেন। এ ভোগান্তির জন্য ব্যাংক ইউনিয়ন পাটেলের পদত্যাগও দাবি করেছে।
তাদের দাবি, ব্যাংক নোট বাতিলের আগে সবাইকে এগুলো বদলে নেয়ার জন্য যথেষ্ট সময় দেয়ার দরকার ছিল এবং ব্যাংকগুলোতে পর্যাপ্ত নতুন নোট সরবরাহের প্রয়োজন ছিল।
সবাই এখন গভর্নর উরজিৎ পাটেলের কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন। পাটেলসহ ১০ সদস্যের বোর্ড ৫০০ ও ১ হাজার রুপির বাতিলের সিদ্ধান্ত ওই সিদ্ধান্ত নেয় বলে জানা যায়।