আন্তর্জাতিক

দেহব্যবসার জন্য বিক্রি! তরুণীকে বাঁচাল মোদির সিদ্ধান্ত

ঢাকা, ২৪ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

নিজের বাবা, ভাই তার সম্মানের কথা ভাবেনি। কিন্তু ভারতের প্রধানমন্ত্রীর একটি সিদ্ধান্তই বাঁচিয়ে দিল উত্তরপ্রদেশের রাজস্থানের বাসিন্দা ২১ বছরের এক তরুণীকে।
২০ লক্ষ টাকায় ওই মেয়েটিকে দালালের হাতে তুলে দিতে চেয়েছিল তার নিজের ভাই এবং এক চাচাতো ভাই। মেয়েটিকে বিক্রি করার জন্য আলওয়ারে নিয়েও আসা হয়েছিল। সেখানে বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিল দালাল। মেয়েটির ভাইকে নগদ ২০ লক্ষ টাকা তুলে দেওয়ার কথা ছিল ওই দালালের। কিন্তু তার কাছে সব বাতিল নোট ছিল। সেই নোট নিতে রাজি হয়নি মেয়েটির ভাই। বাধ্য হয়ে চেকে টাকা দেওয়ার প্রস্তাব দেয় ওই দালাল। এই নিয়ে মেয়েটির ভাইয়ের সঙ্গে দালালের কথা কাটাকাটি শুরু হয়। আর সেই সুযোগেই মেয়েটি ওই জায়গা থেকে পালিয়ে থানায় চলে যায়।
একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, মাস ছ’য়েক আগে ওই মেয়েটির এক তুতো-ভাই তাদের বাড়িতে থাকতে যায়। তখন সেই তুতো-ভাই-ই মেয়েটির বাবা-মা’র কাছে তাকে বিক্রি করে দেওয়ার প্রস্তাব দেয়। মেয়েটির বাবা-মাও সেই প্রস্তাবে রাজি হয়ে যায়। মেয়েটি পুলিশকে জানিয়েছে, তাঁর বাবা এবং ভাই দীর্ঘদিন ধরেই নারীপাচার চক্রের সঙ্গে যুক্ত। বুধবার মেয়েটিকে বন্ধুর বাড়ির অনুষ্ঠানে নিয়ে যাওয়ার নাম করে আলওয়ারে নিয়ে আসে তাঁর নিজের এবং তুতো-ভাই। বাসস্ট্যান্ডে পৌঁছেই অবশ্য মেয়েটি বুঝতে পারে, তাকে বিক্রি করে দেওয়ার চেষ্টা হচ্ছে। এর পরে টাকার লেনদেন নিয়ে দালালের সঙ্গে তাঁর ভাইদের কথা কাটাকাটি শুরু হতেই নজর এড়িয়ে পালায় সে। পুলিশ যুবতীর জবানবন্দি রেকর্ড করেছে। যুবতী অবশ্য পুলিশকে জানিয়েছন, তিনি আর নিজের বাবা-মায়ের কাছে ফিরতে চান না। কারণ, সেখানে তাঁর উপরে অমানুষিক অত্যাচার করা হতো।

Show More

আরো সংবাদ...

Back to top button