আন্তর্জাতিক

বাথরুমের লাইনে সুপারম্যান, স্পাইডারম্যান!

ঢাকা, ২৪ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

বাথরুমে বসে আছেন স্পাইডারম্যান, অর্ধস্বচ্ছ বাথরুমের সামনে অস্বস্তি নিয়ে অপেক্ষা করছেন সুপারম্যান। এছাড়া অন্য সুপারহিরোরাও বাথরুমে যাওয়ার লাইনে দাঁড়িয়ে।
আসলে এই সুপারহিরোরা গণসচেতনতা মূলক একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিল। গত ১৯ নভেম্বর বিশ্ব টয়লেট দিবস উদযাপনে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়াতে চীনের হুনান প্রদেশের শিয়ানহু ইকোলজিকাল পার্কে সুপারহিরোদের কসপ্লের আয়োজন করা হয়। মানুষের নজর কাড়তে সুপারহিরোর কস্টিউম পড়ে অনেকে অর্ধস্বচ্ছ বাথরুমের সামনে দাঁড়িয়ে আছেন।
একটি ছবিতে দেখা যায় সুপারম্যান বাথরুমের সামনে অস্বস্তি নিয়ে দাঁড়িয়ে আছেন। আরেকটি ছবিতে দেখা যায় এক নারী সুপারহিরো বাথরুমে বসে আছেন, আর সেখানে লাইন ধরে দাঁড়িয়ে আছেন সুপারম্যান, স্পাইডারম্যানসহ অন্যান্য সুপারহিরোরা।
উল্লেখ্য, গত অক্টোবরে হুনান প্রদেশের শিয়ানহু ইকোলজিকাল পার্কে পর্যটকদের আকর্ষণ হিসেবে এই অর্ধস্বচ্ছ বাথরুম উদ্বোধন করা হয়। এই বাথরুমে বসে পার্কের সবুজ দিগন্ত উপভোগ করা যাবে।
Show More

আরো সংবাদ...

Back to top button