আন্তর্জাতিক

পাকিস্তানে অভিনেত্রী গুলিবিদ্ধ

ঢাকা, ২৪ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

অজ্ঞাত দুই দুর্বৃত্তের ছোড়া গুলিতে আহত হয়েছেন পাকিস্তানের মঞ্চ অভিনেত্রী কিসমত বেগ। বৃহস্পতিবার লাহোরে তিনি গুলিবিদ্ধ হয়েছেন বলে দেশটির পুলিশ জানিয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

পুলিশের একটি সূত্রের বরাত দিয়ে দেশটির জাতীয় দৈনিক ডন নিউজ বলছে, লাহোরে এক সঙ্গীর সঙ্গে ঘুরছিলেন ওই অভিনেত্রী। এ সময় অজ্ঞাত দুই দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

ডন নিউজ বলছে, মঞ্চ অভিনেত্রী বেগের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তাকে অপারেশন রুমে নেয়া হয়েছে। এ ঘটনায় তার সঙ্গীও গুলিবিদ্ধ হয়েছেন। তবে তার অবস্থা স্থিতিশীল।

দেশটির টেলিভিশন চ্যানেল জিও টিভি এক প্রতিবেদনে বলছে, দুর্বৃত্তরা কিসমত বেগের মোবাইল ফোন ও গলার চেইন ছিনিয়ে নিয়ে গেছে।

তবে এ অভিনেত্রীর মা বলেছেন, গতকাল রাতে যখন তার মেয়ে বাসা থেকে বের হয়; তখন থেকেই তাকে কয়েকজন অনুসরণ করেছিল। এর আগে আরো দুবার হামলার শিকার হয়েছিলেন পাকিস্তানের এই মঞ্চ অভিত্রেী।

Show More

আরো সংবাদ...

Back to top button