খেলাধুলা

রিকার্ভে রুমান সানা-মিলন ফাইনালে

ঢাকা, ২৪ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

প্রথম দি ব্লেজার বিডি বিকেএসপি কাপ আরচ্যারী চ্যাম্পিয়নশিপের রিকার্ভ ডিভিশনে স্বর্ণ পদক জয়ের জন্য লড়বেন দেশের দুই শীর্ষ আর্চার ইমদাদুল হক মিলন ও রুমান সানা।

আজ বৃহস্পতিবার বিকেএসপিতে ইলিমিনেশন রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। রিকার্ভ ডিভিশনে পুরুষ এককে তীরন্দাজ সংসদের মো. রুমান সানা টিম ব্লেজার বিডি-এর মো. ইব্রাহিম সেজওয়ানকে হারিয়ে এবং টিম ব্লেজার বিডি-এর মো. ইমদাদুল হক মিলন এএসপিটিএস আরচ্যারী ক্লাবের আব্দুল্লাহ আল মামুনকে হারিয়ে ফাইনালে উঠেন।

রিকার্ভ ডিভিশনে মহিলা এককে তীরন্দাজ সংসদের বিউটি রায় বিকেএসপি হাই পারফর্মার টিমের হিরা মনিকে হারিয়ে এবং ঢাকা আর্মি আরচ্যারী ক্লাবের শ্যামলী রায় বিকেএসপি হাই পারফর্মার টিমের মোসাম্মৎ রাদিয়া আক্তার শাপলাকে হারিয়ে ফাইনালে পৌঁছেন।

রিকার্ভ ডিভিশনের দলীয় ইভেন্টের পুরুষ বিভাগের ফাইনালে পৌঁছেছে তীরন্দাজ সংসদ এবং ঢাকা আর্মি আরচ্যারী ক্লাব। রিকার্ভ ডিভিশনে মহিলা দলীয়তে স্বর্ণ পদক জয়ের হন্য লড়বে বিকেএসপি হাই পারফর্মার টিম ও তীরন্দাজ সংসদ।

Show More

আরো সংবাদ...

Back to top button