বিনোদন

চ্যানেল আই’র এ সপ্তাহের নাটক ‌‌‘উত্তরাধিকার’

ঢাকা, ২৪ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

আগামীকাল শুক্রবার ২৫ নভেম্বর চ্যানেল আই’তে প্রচারিত হবে এ সপ্তাহের বিশেষ নাটক ‘উত্তরাধিকার’। খন্দকার মাজহারুল কবিরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাহাত কবির।
কাহিনীতে দেখা যাবে, ফারিয়া মধ্যবিত্ত পরিবারের মেয়ে। জিদ্দি, স্বাধীনচেতা এবং আত্মনির্ভরশীল। সোশ্যাল ওয়ার্কার হিসেবে খুব কম সময়ে সুনাম কুড়িয়েছে। টাঙ্গাইল একজমিদার বাড়ির একমাত্র সন্তান হাফিজের সাথে ফারিয়ার বিয়ের প্রস্তাব আসে। শুধুমাত্র পাত্রের ছবি দেখেই, জমিদার বংশের বংশ মর্যাদা আর প্রতিপত্তির কথা ভেবে ফারিয়ার মা এ বিয়েতে রাজি হয়ে যায়। কিন্তু ফারিয়ার এই বিয়েতে মত নেই। গল্পের নাটকীয়তা এরপরই শুরু হয়।
অভিনয়ে রওনক হাসান, জাকিয়া বারী মম, ইরফান সাজ্জাদ, মামুনুর রশীদ, ওয়াহিদা মল্লিক জলি, সাবেরী আলম প্রমুখ। নাটকটি দেখা যাবে শুক্রবার বিকেল ৫.৩০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায়।
Show More

আরো সংবাদ...

Back to top button