
বিনোদন
নব বিবাহিত দম্পতির বিয়ে ভাঙলেন ক্যাটরিনা?
ঢাকা, ২৪ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):
নব বিবাহিত দম্পতির বিয়ে ভেঙে দিলেন তিনি? তাঁকে দেখে নতুন বউকে ভুলে গেলেন বর? তিনি যে সুন্দরি, তা অস্বীকার করার কোনও জায়গাই নেই। কিন্তু, বি টাউনের সে সুন্দরি ক্যাটরিনা কাইফ কারও বিয়ে ভেঙে দেবেন, এটা তো ভাবাই যায় না, তাই না?
অবাক লাগছে শুনতে ? ভাবছেন ক্যাটরিনা কাইফ আবার কার বিয়ে ভাঙলেন? খোলসা করেই বলা যাক তাহলে। ২০০৩-এর আগের ঘটনা। তিনি তখন বি টাউনের ‘বারবি ডল’ হননি ওই সময়। ওই সময় একটি কম্পানির বিজ্ঞাপনে দেখা যায় তাঁকে। বিজ্ঞাপনটি লক্ষ্য করলে দেখতে পাবেন, সুন্দরি ক্যাটকে দেখে কীভাবে নতুন বউকে ভুলে গেলেন বর। এমনকি, ট্রেনের ভেতর দেখা ওই সুন্দরিকে দেখে তাঁর সঙ্গেই স্বপ্ন দেখতে শুরু করেন তিনি। কিন্তু, স্বপ্ন যখন ভাঙল, তখন ?