বিনোদন

প্রেমিকের সঙ্গে প্রকাশ্যে সব করছেন লুসি

ঢাকা, ২৪ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

ইন্সটাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন লুসি। ভিডিওতে তাকে ও তার বয়ফ্রেন্ড রায়ান লিবেকে ওয়ার্কআউট করতে দেখা গেছে। শরীরচর্চার মাঝেই তারা ঘনিষ্ঠ হয়ছেন। একে অপরকে চুমু খেয়েছেন। আনন্দ করছেন, কোলে উঠে পড়ছেন। সব প্রকাশ্যেই।

হাই ওয়েস্ট নীল লেগিন্স ও স্পোর্টস ব্রা পরেছিলেন লুসি। রায়ান পরেছিলেন কালো শর্টস। লুসিকে নিয়ে রায়ান সিট আপ দেন। একসঙ্গে তারা বেশ কিছুক্ষণ এক্সারসাইজ করেন। তার অনেকটাই তোলা হয় ভিডিওতে। সেটি তারপর আপলোড করা হয় ইন্সটাগ্রামে।

কিছুদিন আগে মেড ইন চেলসা শো-তে ঝামেলা হয় রায়ান ও লুসির মধ্যে। কিন্তু তারপর সব ঠিক হয়ে গেছে। ইন্সটাগ্রামের ভিডিওটিই তার প্রমাণ।

জুলাই থেকে সম্পর্ক তৈরি হয় লুসি থম্পসন ও রায়ান লিবের। তারপর থেকে তারা একসঙ্গে আছেন। নিউ ইয়র্কের বয়ফ্রেন্ড অলিকের সঙ্গে ব্রেক আপ হওয়ার দুই মাস পরেই রায়ানের সঙ্গে সম্পর্কের কথা ঘোষণা করেন লুসি।
ব্রিটেনের টেলিভিশন পার্সোনালিটি লুসি থম্পসন। মেড ইন চেলসি, মেড ইন ডেলসি : NYC’র মতো শো-তে তাকে দেখা গেছে।

Show More

আরো সংবাদ...

Back to top button