জাতীয়

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে বিদেশি কূটনীতিকদের সমর্থন

ঢাকা, ২৫ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান ও নীতিতে সমর্থন রয়েছে আন্তর্জাতিক মহলের। মিয়ানমারের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছেন বিদেশি কূটনীতিকরা।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৃহস্পতিবার বিকালে বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনীতিকদের রোহিঙ্গা ইস্যু নিয়ে ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব শহীদুল হক এ সময়ে উপস্থিত ছিলেন।
ব্রিফিং-এ যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপীয় ইউনিয়নভুক্ত সব দেশ, চীন, জাপান, ভারত, মধ্যপ্রাচ্যের সবদেশ এবং মিয়ানমার ব্যতীয় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর রাষ্টদূত, হাইকমিশনার ও মিশন প্রধানরা ও জাতিসংঘ প্রতিনিধি অংশ নেন।
পরে সাংবাদিকদের ব্রিফিং-এ পররাষ্ট্রমন্ত্রী জানান, কূটনীতিকদের রোহিঙ্গা নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে আমাদের অবস্থান তুলে ধরেছি। তাদের মতামত জানার চেষ্টা করেছি। মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ ও সম্পর্ক আছে। আমরা এক সঙ্গে বিসিআইএম অর্থনেতিক করিডোরে আছি। বাংলাদেশ থেকে মিয়ানমারের ভেতর দিয়ে চীনের কুনমিং পর্যন্ত সড়ক ও রেল যোগাযোগ প্রতিষ্ঠিত হবে। মিয়ানমারে গণতান্ত্রিক সরকার আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুইবার অংসান সুকির সঙ্গে বৈঠক করেছেন। আমি ও পররাষ্ট্র সচিব অসংখ্যবার আলোচনা করেছি। আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাই। মন্ত্রী জানান, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থানে কূটনীতিকরা সমর্থন দিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী কূটনীতিকদের জানান, গত ৯ অক্টোবর রাখাইন রাজ্যে সহিংসতা শুরু হবার পর বাংলাদেশ স্বেচ্ছায় সহযোগিতার উদ্যোগ নিয়েছে। দায়িত্বশীল প্রতিবেশি হিসাবে তথ্য ও অন্যান্য সহায়তা দিয়েছে। কিন্তু উদ্বেগের ব্যাপার হল রাখাইনের মুসলমানরা নির্যাতিত হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছে। বাংলাদেশ মনে করে রাখাইনে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে ও রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে মিয়ানমার।
Show More

আরো সংবাদ...

Back to top button