
জাতীয়
রোহিঙ্গাদের নিধনে অভিযান চালাচ্ছে মিয়ানমার: জাতিসংঘ
ঢাকা, ২৫ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের কর্মকর্তা জন ম্যাককিসিক বলেছেন, মিয়ানমারের সরকার সে দেশের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে জাতিগত নিধন অভিযান চালাচ্ছে। খবর বিবিসির।
কক্সবাজারে ইউএনএইচসিআর অফিসের প্রধান কর্মকর্তা ম্যাককিসিক বলেন, মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গা পুরুষদের হত্যা করছে, শিশুদের জবাই করছে, নারীদের ধর্ষণ করছে, বাড়িঘরে অগ্নিসংযোগ এবং লুঠতরাজ চালাচ্ছে।
মিয়ানমার থেকে পালিয়ে আসা শরণার্থীরা্ও অভিযোগ করেছেন, দেশটির সেনাবাহিনী তাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে এবং পুরুষদের হত্যা করেছে।
তবে মিয়ানমার সরকার বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।