
জেলার সংবাদ
ধর্ষিতার বয়স ৬, ধর্ষক পড়ে সপ্তম শ্রেণিতে
ঢাকা, ২৫ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):
মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় প্রথম শ্রেণির এক ছাত্রীকে (৬) ধর্ষণের দায়ে সপ্তম শ্রেণির ছাত্র মো. ফরহাদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার গজারিয়ার আড়ালিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
ফরহাদ ওই গ্রামের মইনুদ্দিন মিয়ার ছেলে ও রায়পাড়া মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।
ধর্ষিতার পরিবার সূত্রে জানা গেছে, বুধবার খেলার অজুহাতে ঘরের ভিতর ডেকে নিয়ে মেয়েটির মুখ বেঁধে তার সঙ্গে অসামাজিক কাজ করে ফরহাদ। পরে বিষয়টি শিশুটি তার মাকে জানায়।
গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন বলেন, শুক্রবার শিশুটির ডাক্তারি পরীক্ষা করার ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় মামলা হলে ফরহাদকে গ্রেফতার করা হয়েছে।