রাজনীতি

এরশাদ অন্ধকারে আলোর প্রদীপ জ্বালিয়ে ছিলেন’

ঢাকা, ২৫ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

জাতীয় পার্টির (এ) মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, অন্ধকারে আলোর প্রদীপ জ্বালিয়ে ছিলেন সাবেক সফল রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। তার নয় বছরের শাসনামলে দেশে গণতন্ত্র ছিল, মানুষের নিরাপত্তা ছিল, অধিকার ছিল, শান্তি ছিল। অর্থনৈতিক সমৃদ্ধিপূর্ণ দেশে তখন হাজার হাজার কিলোমিটার রাস্তা ঘাট তৈরি হয়েছিল। দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ ও হানাহানি ছিল না। আর এখন জাতি একটি কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে।
বৃহস্পতিবার বিকালে গাজীপুর জেলা শহরের মুক্তমঞ্চে জাতীয় যুবসংহতি গাজীপুর মহানগর শাখা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জাতীয় যুবসংহতি গাজীপুর মহানগর শাখার সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুস সালাম, মহানগর জাতীয় পার্টির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বাহাউদ্দিন আহম্মেদ বাবুল, আরিফ খাঁন, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য মো. জয়নাল আবেদীন, সাইদুর রহমান শাহিন, সদর উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মো. মোশারফ হোসেন, যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. বাছেদ আলী টিপু প্রমুখ।
তিনি বলেন, আগামিতে জাতীয় পার্টি একক ভাবে নির্বাচন করবে। এ জন্য এখন থেকেই প্রস্তুতি নেয়া শুরু হয়েছে। আগামী পহেলা জানুয়ারিতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের মাধ্যমে পূর্ণ শক্তি নিয়ে জাতীয় পার্টি নির্বাচনী কাজে নেমে পড়বে।
এ বি এম রুহুল আমিন হাওলাদার আরো বলেন, আমরা সরকারকে সহযোগিতা করছি। তাদের ভাল কাজে প্রশংসা করছি এবং খারাপ কাজের প্রতিবাদ করছি। অতীতে হুসেইন মুহম্মদ এরশাদ বহুবার কারাবরণ করেছেন। এখনো তার মামলাগুলো প্রত্যাহার করা হচ্ছে না। তিনি মিয়ানমারের রোহিঙ্গা মুলমানদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান।
Show More

আরো সংবাদ...

Back to top button