রাজনীতি

শেখ হাসিনা তিক্ত সত্য কথা বলতে পিছপা হন না : মতিয়া চৌধুরী

ঢাকা, ২৫ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

যারা ভোটের রাজনীতি করে তারা তিক্ত সত্য কথা বলে না মন্তব্য করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, কিন্তু আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিক্ত সত্য কথা বলতে পিছপা হন না।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, বর্তমান সরকার কৃষি উন্নয়নের মাধ্যমে দেশের আপামর জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও গ্রামীণ জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনে অঙ্গীকারবদ্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও দূরদর্শী নেতৃত্বে দেশ আজ খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।

বিএডিসির বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, একটি সংস্থা হিসেবে আমাদের দেশে ৫৫টি বছর টিকে থাকা বড় গৌরবের বিষয়। আমরা ২০০৯ সালে যখন ক্ষমতায় আসি তখন বিএডিসি ছিল মুমূর্ষু অবস্থায়। সেখান থেকে বিএডিসিকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছি। আমরা বিএডিসিকে মরতে দিব না, সুস্থ সবল করে তুলব।

Show More

আরো সংবাদ...

Back to top button