আন্তর্জাতিক

ইসরাইলে আগুন, হাইফা ছেড়ে পালাচ্ছে হাজারো মানুষ

ঢাকা, ২৫ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

ইসরাইলের তৃতীয় বৃহৎ শহর হাইফায় আগুন লাগার ঘটনায় প্রায় ৮০ হাজার মানুষ পালাচ্ছে।
টানা দুই মাসের খরা চলার পর এ আগুন লাগে এবং তীব্র বাতাসের কারণে হাইফার উত্তরে এ আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।
এই ভয়াবহ আগুনে পুড়ে ছাই হওয়ার আশঙ্কায় রয়েছে জেরুজালেম ও পশ্চিম তীরের ঘরবাড়ি।
একে সংবাদ মাধ্যম দাবানল বললেও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, কেউ আগুন লাগিয়ে থাকতে পারে। যদি প্রমাণ পাওয়া যায় তবে তা হবে সন্ত্রাসী তৎপরতা।
বিবিসি নিউজের খবরে প্রকাশ, শুষ্ক আবহাওয়া ও বাতাসের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। আগুন নিয়ন্ত্রণে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে দমকল কর্মীরা, দাবি সূত্রের খবরে।
Show More

আরো সংবাদ...

Back to top button