অর্থ ও বাণিজ্য

পরিচালনা পর্ষদে শূন্যপদে নিয়োগ চেয়ে গভর্নরের চিঠি

ঢাকা, ২৫ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালকের শূন্য দুই পদে নিয়োগ দেওয়ার জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে চিঠি দিয়েছেন গভর্নর ফজলে কবির।

বাংলাদেশ ব্যাংকের ৯ সদস্যের পরিচালনা পর্ষদে বর্তমানে সাত জন সদস্য রয়েছেন।

পদাধিকার বলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান। অন্যান্য পরিচালকদের মধ্যে রয়েছেন অর্থবিভাগের সিনিয়র সচিব মাহবুব আহমেদ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান। তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পরিচালক হিসেবে নিযোজিত থাকবেন।

সরকারের প্রতিনিধির বাইরে ড. জামালউদ্দিন আহমেদ এফসিএ এবং গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) এর গবেষণা পরিচালক ড. রুশিদান ইসলাম রহমান রয়েছেন। এ দুই পরিচালক চলতি বছর ১৩ মার্চ নিয়োগ পেয়ে ২০১৯ সালের ১২ মার্চ পর্যন্ত তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন। এ ছাড়া পদাধিকার বলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজী হাসান পরিচালক পদে নিয়োজিত রয়েছেন।

অর্থমন্ত্রীকে লেখা বাংলাদেশ ব্যাংকের গভর্নর তার চিঠিতে বলেন, বাংলাদেশ ব্যাংক পরিচালক পর্ষদে সরকার কর্তৃক মনোনীত পরিচালকের সংখ্যা বর্তমানে ৫ জন। বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ (রাষ্ট্রপতির ১৯৭২ সালের ১২৭ নং আদেশ) এর ৯(৩)(ডি) ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদে আরো ২ জন পরিচালক সরকার নিয়োগ দিতে পারেন। উক্ত ২ পরিচালক নিয়োগ দেওয়া হলে বাংলাদেশ ব্যাংকের পূর্ণাঙ্গ বোর্ড গঠনের কার্যক্রম সম্পন্ন হবে যা ব্যাংকের কার্যক্রমে সহায়ক হবে।

এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, বিষয়টি অর্থমন্ত্রী অবহিত হয়েছেন। এরই মধ্যে এ পদে যোগ্য লোক খোঁজা হচ্ছে। খুব শিগগির বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে শূন্যপদে নিয়োগ চূড়ান্ত করা হবে। এরই মধ্যে কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

 

Show More

আরো সংবাদ...

Back to top button