জাতীয়

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস আজ

ঢাকা, ২৫ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

আজ ২৫ নভেম্বর (শনিবার) ‘ইন্টারন্যাশনাল ডে ফর দ্য এলিমিনেশন অব ভায়োলেন্স এগেইনস্ট উইমেন’ বা আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস। একইসঙ্গে আজ শুরু হচ্ছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষও। দিবসটি উপলক্ষে বেশ কয়েকটি সংগঠন নানা উদ্যোগ নিয়েছে।

এ বছর এই পক্ষ এমন সময়ে পালন করা হচ্ছে যখন বাংলাদেশে তনু, মিতু, রিশার খুনিদের এখনো কোনো বিচার হয়নি। পূজার মতো পাঁচ বছর বয়সী ছোট্ট শিশু ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে কাতরাচ্ছে। মিয়ানমারের আরাকান রাজ্যের নারীদের ওপর চলছে ভয়ঙ্কর নিপীড়ন। সিরিয়াসহ বিভিন্ন দেশের নারীরা সহিংসতা, নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছেন।

দিবসটি উপলক্ষে এক বাণীতে নারী নির্যাতন বন্ধের আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা।

পরিবার ও জনজীবনের সব ক্ষেত্রে ‘নারী ও কন্যার প্রতি উত্ত্যক্তকরণ, যৌন নিপীড়ন প্রতিরোধ ও নির্মূল করো’ -এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করছে। সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। ১০ ডিসেম্বর মানবাধিকার দিবসের দিন এই পক্ষ শেষ হবে।

প্রসঙ্গত, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৯৮১ সালে লাতিন আমেরিকায় নারীদের এক সম্মেলনে ২৫ নভেম্বরকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা দেয়া হয়। ১৯৯৩ সালে ভিয়েনায় বিশ্ব মানবাধিকার সম্মেলন দিবসটিকে স্বীকৃতি দেয়। জাতিসংঘ দিবসটি পালনের আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর। বাংলাদেশে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উদযাপন কমিটি ১৯৯৭ সাল থেকে এই দিবস ও পক্ষ পালন করে আসছে।

Show More

আরো সংবাদ...

Back to top button