
ঘুম ছাড়ো ফন্দিবাজ দেখিয়ে দেব জঙ্গিনাচ
ঢাকা, ২৬ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):
‘ঘুম ছাড়ো ফন্দিবাজ দেখিয়ে দেব জঙ্গিনাচ’ জনপ্রিয় কণ্ঠশিল্পী কৃষ্ণকলির কণ্ঠে এমন গান শুনে কে আর ঘুমিয়ে থাকতে পারে।
কৃষ্ণকলি গানটিতে সুর দেয়া মাত্রই সমাবেশে আগতদের মাঝে যোগ হয় বাড়তি মাত্রা। সবাই গানের তালে তাল মেলাতে থাকে। বিভিন্ন গোষ্ঠী আর পরিচিত শিল্পীদের বিপ্লবী গানের পরিবেশনায় গোটা শহীদ মিনারের চত্বর যেন বিপ্লবী মঞ্চে রূপ নেয়। লাল পতাকার ঝাণ্ডা উড়িয়ে সবাই আজ যেন বিপ্লবী। গানে, যন্ত্রে সুন্দরবন রক্ষার আওয়াজ উঠেছে। আওয়াজ উঠেছে মানুষে মানুষে সমতা আনার।
রামপাল প্রকল্প বাতিল এবং সুন্দরবন রক্ষার দাবিতে শনিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের চিত্র এটি। বিভিন্ন সংগঠনের বিপ্লবী গান পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় এ সমাবেশ। তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ওই মহাসমাবেশের ডাক দেয়।
জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ ও সদস্য সচিব আনু মুহাম্মদসহ জাতীয় কমিটির নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন বামপন্থী নেতারা সমাবেশে বক্তব্য রাখছেন।
জাতীয় কমিটির পরিকল্পনা অনুযায়ী দেশের সাতটি বিভাগ থেকে জাতীয় কমিটির নেতা-কর্মীরা বেলা ১১টা থেকে সমাবেশস্থল রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। বেলা ২টায় সমাবেশ শুরু হয়। সেখানে জাতীয় কমিটির নেতৃবৃন্দ ছাড়াও দেশের সাংস্কৃতিক কর্মী, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন। সমাবেশ শেষে একটি মিছিল শহীদ মিনার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হবে।