জেলার সংবাদ
খুলনায় অস্ত্র-গুলিসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার
ঢাকা, ২৬ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):
খুলনায় একটি ওয়ান শুটার গান ও ৩ রাউন্ড গুলিসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর সোয়া ১টার দিকে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোড এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- আরিফ (২১), শামীম (২২) ও সোহাগ (২৩)।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে খুলনা থানার এসআই আনোয়ার ও এসআই সুজিতের নেতৃত্বে একটি টিম নগরীর পিটিআই মোড় এলাকায় অবস্থান নেয়। দুপুর ১টার দিকে তারা সন্দেহভাজন একটি মোটরসাইকেলকে থামতে সংকেত দিলে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে টুটপাড়া সেন্ট্রাল রোডের মাথা থেকে আরিফ, শামীম ও সোহাগকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে পুলিশ শরীর তল্লাশি করে আরিফের নিকট থেকে একটি ওয়ান শুটার গান এবং শামীম ও সোহাগের কাছ থেকে ১টি থ্রি নট থ্রি রাইফেলের গুলি ও ২ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করে। তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি (খুলনা মেট্রো-ল-১১-৭৩৪১) জব্দ করেছে পুলিশ। এ ব্যাপারে খুলনা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার সন্ত্রাসী। গ্রেফতারকৃত শামীম নগরীর নতুন বাজার লঞ্চঘাট এলাকার আব্দুর রশিদের ছেলে এবং সোহাগ একই এলাকার খ্রিস্টান গলির সেকেন্দার আলীর ছেলে ও আরিফ রূপসা উপজেলার জয়পুর জহরের বটতলার আব্দুল জব্বারের ছেলে।