জেলার সংবাদ

শরণার্থী শিবিরে থেকে যাওয়া রোহিঙ্গাদের সুবিধাজনক সময়ে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ২৬ নভেম্বর, (ডেইলি টাইমস ২৪):

শরণার্থী শিবিরে থেকে যাওয়া রোহিঙ্গাদের সুবিধাজনক সময়ে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের প্রতি মানবিক আচরণ দেখানো হচ্ছে।’ শনিবার নওগাঁয় বাজার ব্যবসা নিরাপত্তায় ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানামারে রোহিঙ্গাদের উপর অমানবিক অত্যাচার হচ্ছে। তারা নিপীড়ন সহ্য করতে না পেরে বাংলাদেশে ঢুকার চেষ্টা করছে। আমাদের বিজিবি ও কোস্টগার্ড তাদের প্রচেষ্টাকে নিবৃত্ত করছে। তারপরও আমাদের বিশাল একটা বর্ডার লাইন আছে যেখানে এখনও কয়েকটি জায়গায় বিজির চৌকি নেই। কাজেই কিছু রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘রোহিঙ্গাদের প্রতি মানবিক আচরণ দেখানো হচ্ছে। এদের মধ্যে যাদের চিকিৎসা প্রয়োজন তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। যারা সুস্থ্য তাদের ফেরত পাঠাচ্ছে বিজিবি।’

এর আগে নওগাঁ শিল্প ও বণিক সমিতির উদ্যোগে নওগাঁ শহরের বাজার ব্যবসা নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ শিল্প ও বণিক সমিতির সভাপতি ইকবাল শাহরিয়ার।

নওগাঁ শিল্প ও বণিক সমিতি সূত্রে জানা যায়, প্রাথমিক পর্যায়ে নওগাঁ শহরের বিভিন্ন প্রবেশ পথ ও প্রধান প্রধান বাজার এলাকায় ৫২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে পুরো শহর সিসি ক্যামেরার আওতায় আনা হবে।

এরপর দুপুরে নওগাঁর নিয়ামতপুর থানার নবনির্মিত থানা কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ সুপার মোজাম্মেল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি ও নওগাঁ সদর আসনের সাংসদ আব্দুল মালেক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের সাংসদ সাধন চন্দ্র মজুমদার, জাতীয় সংসদের হুইপ ও নওগাঁ-২ (ধামইরহাট-পত্মীতলা) আসনের সাংসদ শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সাংসদ ইসরাফিল আলম, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশিদ আলম, জেলা প্রশাসক আমিনুর রহমান প্রমুখ।

Show More

আরো সংবাদ...

Back to top button