জেলার সংবাদ

ওসমানীনগরে তরুণীর ৮ খণ্ড লাশ উদ্ধার

ঢাকা, ১৪ ডিসেম্বর , (ডেইলি টাইমস ২৪):

সিলেটের ওসমানীনগরে দুটি কার্টুন ভর্তি অজ্ঞাত এক তরুণীর ৮ খণ্ড লাশ উদ্ধার করেছে ওসমানীনগর থানা পুলিশ।
বুধবার বেলা আড়াইটার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের উপজেলার কাগজপুর ডাইবেশন সড়কের সেতুর নিচ থেকে এই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের উপজেলার কাগজপুর ডাইবেশন সড়কের সেতু নিচে দুটি পরিত্যক্ত কাগজের কার্টুনের একটিতে মানুষের খণ্ডিত হাতের টুকরো দেখতে পায় স্থানীয় এলাকাবাসী। বিষয়টি ওসমানীনগর থানা পুলিশকে জানালে বেলা আড়াইটার দিকে পুলিশ সেতুর নিচ লাশ উদ্ধার করে।
ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ধারণা করা হচ্ছে ওসমানীনগরের বাহিরের যে কোন এলাকায় তরুণীকে হত্যা করে ৮ টুকরো করে পলিথিনে মুড়িয়ে কার্টুনের মধ্যে বেধে সেতুর নিচে ফেলে যায়। নিহতের কোন পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।’
Show More

আরো সংবাদ...

Back to top button