বিনোদন

আব্দুল হাদির নতুন দেশের গান ‘সেই দেশেতে জন্ম আমার’

ঢাকা, ১৪ ডিসেম্বর , (ডেইলি টাইমস ২৪):

আবার দেশের জন্য গান গাইলেন বাংলাদেশের সংগীতের জীবন্ত কিংবদন্তী অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী আব্দুল হাদি। গানের নাম ‘সেই দেশেতে জন্ম আমার।

‘ গানটির গীতিকার ও সুরকার  এস আই শহীদ এবং সংগীত পরিচালনা করেছেন শচী শামস্। গানটির মধ্যে দেশপ্রেমের পাশাপাশি আমাদের দেশের আবহমান বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের রূপটি প্রকাশ পেয়েছে।

গান প্রসঙ্গে আব্দুল হাদি বলেন, গানটির কথা ও সুর দুটোই আমাদের দেশের দেশাত্মবোধক গানের ঐতিহ্যের সাথে খুবই সঙ্গতিপূর্ণ, গানটি সুরের মধ্যে মাধুর্য রয়েছে আশা করি শ্রোতাদের ভাল লাগবে।

গানটি প্রকাশিত হচ্ছে সিডি চয়েসের ব্যানারে এবং গানটি শুনতে পারবেন শুধু মাত্র জিপি মিউজিকে। গানটি প্রসঙ্গে সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল বলেন দেশের প্রতি ভালোলাগা ও দেশপ্রেম সব সময়ই কাজ করে কিন্তু কখনো সেটা প্রকাশ করার সুযোগ হয়নি তাই এই গানের মাধ্যমে কিছুটা হলেও প্রকাশ করতে পেরেছি আব্দুল হাদি স্যারকে পেয়ে। আমার বিশ্বাস গানটি অনেক দিন বেঁচে থাকবে শ্রোতাদের অন্তরে।

Show More

আরো সংবাদ...

Back to top button