
চট্টগ্রামে গোলাগুলিতে ২ ডাকাত গুলিবিদ্ধ, আহত এএসআই
ঢাকা, ১৫ ডিসেম্বর , (ডেইলি টাইমস ২৪):
চট্টগ্রামে চান্দগাঁওয়ে ডাকাত দলের সঙ্গে গোলাগুলির পর গুলিবিদ্ধ দুই ডাকাতকে গ্রেপ্তারের খবর দিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার রাতে মধ্যম মোহরা ওয়াসা গেইট এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।
গ্রেপ্তার মানিক (৩২) ও শাহজাহান (৪০) আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. কামরুজ্জামান।
এ ব্যাপারে পুলিশ কর্মকর্তা কামরুজ্জামান বলেন, “মোহরা এলাকায় পুলিশের টহল দল একটি গাড়িকে থামার সঙ্কেত দিলে চালক পুলিশ সদস্যদের ওপর গাড়ি তুলে দেওয়ার চেষ্টা করে এবং গাড়ির ভেতর থেকে গুলি ছোড়া হয়।
তিনি আরো বলেন, পুলিশও পাল্টা গুলি করে। গোলাগুলিতে এএসআই রতন কান্তি আহত হন। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়।
ঘটনাস্থল থেকে কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।