
মুশফিকদের বড় ব্যবধানে হারাল সিডনি থান্ডার!
ঢাকা, ১৬ ডিসেম্বর , (ডেইলি টাইমস ২৪):
ব্যাটিংয়ের রুগ্নদশার পর বোলিংয়েও নখদন্তহীন রূপে দেখা দিল মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন বিসিবি একাদশ। ব্যাটিং ধসের পর শুভাগত হোমের ২৫ রানে ভর করে শেষ পর্যন্ত ১২২ রান তোলে বিসিবি একাদশ।
এই ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেট হাতে রেখে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় বিগ ব্যাশ চ্যাম্পিয়ন সিডনি থান্ডার।সিডনি থান্ডারের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামা বিসিবি একাদশের ৫ উইকেট নেই ৩৭ রানেই। ইমরুল, সৌম্য, সাব্বির সবাই ব্যর্থতার পরিচয় দেন। সেই অবস্থা থেকে শেষ পর্যন্ত দলের হাল ধরেন শুভাগত হোম। নুরুল হাসানের সঙ্গে তার জুটির কল্যাণে ৩ অংকে পৌঁছায় বিসিবির স্কোর।
প্রথম ওভারেই বিদায় নেন ইমরুল। পরের দুই ওভারে সৌম্য এবং সাব্বির বিদায় নেন। ষষ্ঠ ওভারে অধিনায়ক মুশফিকুর রহিম ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন। বাংলাদেশের রান তখন ৪ উইকেটে ২১! অষ্টম ওভারে দুই বাউন্ডারি হাঁকিয়ে পরের ওভারে নায়ারের বলে বোল্ড হয়ে যান মোসাদ্দেক হোসেন। দলীয় ৩৭ রানেই বাংলাদেশের অর্ধেক উইকেট নেই!
পেস বোলিংয়ের সামনে খুব অসহায় দেখাচ্ছিল টাইগারদের। ১২ তম ওভারে মমিনুল হক আউট হয়ে যান। ৭৬ রানে শুভাগত হোম আউট হলে সপ্তম উইকেটের পতন ঘটে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২২ রান সংগ্রহ করে মুশফিকের দল।
জবাবে মরগ্যান এবং নায়ারের জুটিতে হেসে খেলেই ৬ উইকেটে জয় তুলে নেয় সিডনি থান্ডার।
উল্লেখ্য যে, এই ম্যাচে বিশ্রামে ছিলেন মাশরাফি বিন মুর্তাজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মাহমুদ উল্লাহ। তাই দলকে নেতৃত্ব দিচ্ছেন মুশফিকুর রহিম। গ্যালারিতে অসংখ্য প্রবাসী বাংলাদেশি দর্শক জাতীয় পতাকা নিয়ে দল বেঁধে কিংবা সপরিবারে এসেছিলেন দেশের খেলা দেখতে। তবে টাইগারদের পারফর্মেন্স তাদের একরকম হতাশই করল।