রাজনীতি

বিজয়ের মাসে জনতার বিজয় ঘটবে: রিজভী

ঢাকা, ১৭ ডিসেম্বর , (ডেইলি টাইমস ২৪):

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,‘দেশে গণতন্ত্র ও আইনের শাসন নেই। বিগত দিনে মানুষ ভোট দিতে পারেনি।

দেশ এখন পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। এ অবস্থায় আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোট  দিতে পারবে কিনা মানুষ সেটা নিয়েও সন্দিহান। তবে মানুষ ভোট কেন্দ্রে যেতে পারলে ও ভোট দিতে পারলে ধানের শীষের বিজয় নিশ্চিত। আমরা আশা করি, বিজয়ের মাসে জনতার বিজয় ঘটবে। ’ আজ শুক্রবার বিকালে সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের ডাচ বাংলা ব্যাংকের সামনে পথ সভায় তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেনা মোতায়েন জরুরি। গত নির্বাচনে বর্তমান আওয়ামী লীগের প্রার্থী সেনা মোতায়েন চেয়েছিলেন। তখন নির্বাচন কমিশনও সেনা চেয়ে সরকারকে চিঠি দিয়েছিল। কিন্তু সেনা মোতায়েন হয়নি। ‘
তিনি আরো বলেন, এবার আবার ওই প্রার্থী সেনা মোতায়েন চাচ্ছেন না। তবে আমরা আশা করি, বিজয়ের মাসে জনতার বিজয় ঘটবে। ’

পথ সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক, কেন্দ্রীয় নেতা সানাউল্লাহ মিয়া, সাবেক এমপি সাম্মি আক্তার, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আব্দুস সামাদ আজাদ, সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিনসহ বিএনপির নেতৃবৃন্দ।

Show More

আরো সংবাদ...

Back to top button